ভোটের মুখ’ত নস্যশেখ উন্নয়ন বোর্ড ঘোষণা রাইজ্য সরকারের
ডেস্ক রিপোর্ট: নস্যশেখ উন্নয়ন বোর্ড ঘোষণা করিল পশ্চিমবঙ্গ রাইজ্য সরকার। তবে ঘোষণা করে নাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের নাম। আপাতত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাবেন কোচবিহারের জেলা শাসক। সদস্য হিসাবে থাকেছেন বজলে রহমান, মহম্মদ সারওয়ারি, মিন্টু আলি মন্ডল, ফরিদ আকতার গাজি সোদে মোট সাতজন সদস্য। বিতা ২২ তারিখ রাইজ্য সরকার সরকারি নোটিশ জারি করিয়া নস্যশেখ উন্নয়ন বোর্ড ঘোষণা করে। অনগ্রসর শ্রেণী দপ্তরের অধীন থাকিবে এই বোর্ড। উল্লেখ্য, বজলে রহমানের নেতৃত্বত নস্যশেখ উন্নয়ন পরিষদ লাগাতার আন্দোলন করি নস্যশেখ উন্নয়ন বোর্ডের দাবি জানেয়া আইসেছে। সেই দাবিত সমর্থন জানাইসেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো অতুল রায়। জলপাইগুড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির’ত সরকারি সভাত নস্যশেখ উন্নয়ন বোর্ড গড়নের দাবি তুলেন অতুল রায়। তবে অনেকে প্রশ্ন তুলিসেন, কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান হয়া বজলে বাবু দোসরা উন্নয়ন বোর্ড চায়ছে ক্যানে? কামতাপুরী ভাষা একাডেমির মইধ্য দিয়া নস্যশেখ মানষির উন্নয়ন করা যাবার পারে আর সেই একাডেমির চেয়ারম্যান নিজেও নস্যশেখ সম্প্রদায়ের হওয়াতে নস্যশেখ সম্প্রদায়ের উন্নতি কামতাপুরী ভাষা একাডেমির মইধ্য দিয়া সম্ভব বলে অনেকে মত প্রকাশ করেন। যদিও নস্যশেখ সম্প্রদায়ের দাবি রাজবংশী জাতির মানষি কামতাপুরী ভাষা একাডেমির সাথত থাকিয়াও রাজবংশী উন্নয়ন বোর্ড পাইসে। তাহলে নস্যশেখ সম্প্রদায়ের উন্নয়ন বোর্ড পাওয়ার হক আছে। তবে বিধানসভা ভোটের আগত মিম এর সক্রিয়তা, আরহ আব্বাস সিদ্দিকীর সাথে বাম-কংগ্রেসের জোটের ফলে তৃণমূলের ভোট কমি যাওয়ার আশঙ্কাতে মূসলিম সমাজের ভিতর নস্যশেখ সম্প্রদায়ের জইন্যে রাইজ্য সরকারের এই ঘোষণা আসলে ভোট ব্যাঙ্কের লক্ষ্য বুলি মনে করেছে বিরোধী দলগিলা। বিরোধী দলগিলার দাবি, ভোটের মুখত এই ঘোষণা আসলে ভোটের গিমিক।