ভোট রাজনীতিতে ব্যবহার করবেন না, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে কোচবিহারে কর্মীসভা নস্যশেখ উন্নয়ন পরিষদের

নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙ্গা, ১৩জানুয়ারী: একুশে জানুয়ারি নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটির ডাকে ঐতিহাসিক কর্মীসভা কোচবিহার রাস মেলা ময়দানে অনুষ্ঠীত হবে, তারই সমর্থনে আজ মাথাভাঙ্গা মহকুমা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন মাথাভাঙ্গা-১ব্লক কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা সভাপতি সাজ্জাদ হসেন আহমেদ এবং মাথাভাঙ্গা-১ ব্লক সভাপতি হাবিবর রহমান, সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ (প্রাক্তন সেনা কর্মী) জুয়েল আহমেদ ও সংগঠনের অন্যান্য ব্যক্তিত্বরা। সাংবাদিকদের সামনে নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা সভাপতি সাজ্জাদ হসেন আহমেদ জানান, নস্যশেখ উন্নয়ন বোর্ড, ভুমিপুত্রের স্বীকৃতি সহ তাদের চার দফা দাবি নিয়ে ইতিপূর্বে রাজ্য সরকারকে বহুবার স্মারক পত্রে জানানো হয়েছে। নস্যশেখদের দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রাসমেলা ময়দানে ওনার দলীয় কর্মী সভায় বলে গেছেন নস্যশেখদের জন্য কিছু করা যায় কিনা দেখছি। মুখ্যমন্ত্রীর এই কথাকে সম্মান জানিয়ে জেলা সভাপতি জানান, শুধু মাত্র ভোট রাজনীতির ক্ষেত্রে আমাদের ব্যবহার করবেন না, দিদি ভোটের আগে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন। কারণ আমরা দুটো সিদ্ধান্তে অনড়, এক ভোট ঘোষণার আগে, আরেক ভোট ঘোষণার পরে। আপনার ঘোষণার হ্যাঁ বা না এর প্রেক্ষিতে যেটা সঠিক সেটাকে বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *