ভোররাতে বস্তায় ভরে গৃহবধূকে অপহরণের চেষ্টা, চাঞ্চল‍্য হলদিবাড়িতে

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: এক গৃহবধূকে হাত, পা ও মুখ বেঁধে বস্তায় ভরে অপহরণের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়ি ব্লকে। মঙ্গলবার ভোররাতে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়ির গেটের সামনে থেকে ওই অবস্থায় গৃহবধূটিকে উদ্ধার করা হয়। ঘটনায় আতঙ্কে সিঁটিয়ে রয়েছে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বিবিগঞ্জ গ্রামের বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রফুল্ল রায় জানান, ওই গৃহবধূর নাম জয়তুন খাতুন (২৮)। হলদিবাড়ি থানা এলাকার বাসিন্দা। পুলিশকে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। ওই গৃহবধূর স্বামী আজিজুল হক জানান, এদিন গভীর রাতে টয়লেট করার জন্য জয়তুন একাই ঘরের বাইরে যায়। ভোর রাতে তিনি লক্ষ করেন স্ত্রী বিছানায় নেই। ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে। এরপর প্রতিবেশী এক আত্মীয়ের ডাকে তাঁর বাড়িতে গিয়ে দেখেন একটি চটের বস্তার ভেতর থেকে স্ত্রীর গোঙানির আওয়াজ শোনা যাচ্ছিল। বস্তাটি খুলে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। জয়তুন খাতুন জানান, রাতে ঘরে ঢোকার সময় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি পেছন থেকে তাঁকে মুখ চেপে জড়িয়ে ধরে। এরপর তাঁকে বেঁধে বস্তায় ভরে পালিয়ে যেতে থাকে। তারপর বাড়ি থেকে প্রায় দেড়শো মিটার দূরে ওই বাড়ির সামনে তাঁকে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে দুষ্কৃতীদের কথা শুনে তাঁর অনুমান, চার থেকে পাঁচজন ছিল ওই দলে। আতঙ্কে রয়েছেন তিনি। স্থানীয় জাতীয় কংগ্রেসের নেতা ফরিদুল আলম সরকার বলেন, ঘটনার পর গ্রামবাসীরা আতঙ্কে সিঁটিয়ে রয়েছে। পুলিশ কুকুর দিয়ে ঘটনার পূর্ণ তদন্তের দাবি তোলেন তিনি।হলদিবাড়ি থানার আইসি দেবাশিস বসু বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি খুব শিঘ্রই আমরা দুষ্কৃতীদের গ্ৰেফতার করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *