মঙ্গলবার সকালের ভূমিকম্পের উৎসস্থল বেলাকোবা
Posted by : Kshiroda Roy
ডেস্ক রিপোর্ট: এবার ভূমিকম্পের উৎস ধরা পড়ল জলপাইগুড়ির বেলাকোবায়। জলপাইগুড়ি শহরের উত্তর পশ্চিম ও শিলিগুড়ি শহর থেকে দক্ষিণ পশ্চিমে থাকা বেলাকোবায় মঙ্গলবার সকাল ৭.০৭ মিনিটে ভূমিকম্পের উৎপত্তি ঘটে। ভূ-পৃষ্টের দশ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৯। মৃদু কম্পন হওয়ায় অনেকেই ভূমিকম্প টের পাননি। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উত্তরবঙ্গ জুড়ে ভূমিকম্প অনুভূত হয়।উল্লেখ্য, গতকাল সোমবার রাত ৮.৪৯ মিনিটে গ্যাংটকের থেকে ২৫ কিমি দূরে ভূ-কম্পনের উৎপত্তি ঘটে। নেপাল, ভূটান, উত্তরবঙ্গ ও আসামেও অনুভূত হয় কম্পন।এদিন সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল পাহাড় ছিলনা, একেবারে সমতলের শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহর লাগোয়া বেলাকোবা।