মদের ঠেক ভাঙ্গার দাবি নিয়ে শিতলখুচী পুলিশের দারস্থ মহিলারা
বিজয় বর্মন,শিতলকুচী: মদের ঠেক নিয়ে ঝগড়া দুই ভাইয়ের, সেই ঝগড়া হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। একজন বেশ গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শিতলখুচী ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার আকরাহাট চৌপথী এলাকায়। তাদের এই ঝগড়া প্রতিবেশীদের অতিষ্ঠ করে তোলে বলে অভিযোগ। প্রতিবেশীরা ঝগড়া থামাতে এলে তাদের অকথ্য গালিগালাজ করে এবং প্রতিবেশীদের কয়েকজনের নামে থানায় নালিশ করে। এরপর প্রতিবেশীরা কয়েকজন মহিলা নিয়ে থানায় যান এবং সেখানে মদের ঠেক ভাঙ্গার লিখিত আবেদন করেন, তারা বলেন যে মদের দোকানের বদলে অন্য দোকান তারা করতে পারবে কিন্তু মদের দোকান আর করতে পারবে না।