মধ্যরাতে মাদারিহাটে ফের অগ্নিকাণ্ডের ঘটনা,ভস্মীভূত লটারির দোকান।
মাদারিহাট,১৫জুলাইঃ সোমবার সকালে দুটি দোকান ভস্মীভূত হওয়ার পর মধ্য রাতে ফের একটি দোকান আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে ।এদিন রাতে মাদারিহাটের নতুন চৌপথী এলাকায় একটি লটারির দোকানে আগুন লাগে।খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।খবর দেওয়া হয় বীরপাড়া দমকল কেন্দ্রে।দমকল কেন্দ্রের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।ক্ষতিগ্রস্ত রাজেশ সাহা বলেন,” রাত আনুমানিক দেড়টা নাগাদ দোকানে আগুন লাগে।আগুনে পুড়ে ছাই হয়ে যায়।প্রায় তিন লক্ষ টাকার লটারির টিকিট সহ অন্যান্য সরঞ্জাম।রাত দুটো নাগাদ বীরপাড়া দমকল থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান তাঁর।ঘটনার তদন্তে পুলিশ।একই দিনে পরপর দুবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
