মনীষী পঞ্চানন বর্মার ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন কলকাতায়
মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন হল কলকাতার পঞ্চানন ভবনে। প্রথমে কলিকাতা ক্ষত্রিয় সমিতির সভাপতি তারীণি কুমার রায় মনীষী পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। পরে সবাই ফুল দিয়ে মনীষীকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত করেন পঞ্চানন ভবনের আবাসিক ছাত্রী অনন্যা সিনহা। জানা যায়, ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে রাজ্যস্তরে অষ্টম ও দশম স্থান অধিকারী দুই জন উত্তররঙ্গের ছাত্র ছাত্রী যথাক্রমে অভিজিৎ গুপ্ত ও অনন্যা সিনহা। তারা পঞ্চানন ভবনে থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কলিকাতা ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে পুষ্পক স্তবক ও ড: সুখবিলাস বর্মার লেখা উত্তররঙ্গ পরিক্রমায় প্রবন্ধ সংকলন ১ম,২য় খন্ড বই প্রদান করে তাদের সন্মাননার মধ্য দিয়ে তাদের উৎসাহিত করা হয়।
এই অনুষ্ঠানে কলিকাতা ক্ষত্রিয় সমিতির সভাপতি তারীণি কুমার রায়, সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ বর্মা সহ উপস্থিত ছিলেন সন্দীপ নাথ, অমূল্য কুমার সরদার, প্রবীর মজুমদার, শুভঙ্কর বর্মন, দেবাশীষ রায়,ডা: বি .বি বাড়ুই, মন্টু কুন্ডু, মিন্টু মিস্ত্রী, ভীম যাদব, শিলিগুড়ি মাটিগাড়ার বিধায়ক আনন্দ বর্মন ,ড: সুখবিলাস বর্মা, দীপ্তি বর্মা প্রভাত সেন ঈশোর, বিভা রায়, শংকর চন্দ্র দাস, বিনোদ বিহারী বর্মা ,সুফল মন্ডল, গোপাল সরকার, পরিমল বর্মন, নিরুপন সিনহা, মানিক রতন রায় সহ পঞ্চানন ভবনের আবাসিক ছাত্র ছাত্রী আর আবাসিক অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অভিজিৎ, অনন্যা সহ পঞ্চানন ভবনের অন্যান্য আবাসিক ছাত্ররা অনেকেই সুন্দর বক্তব্য রাখে। উপস্থিত অন্যান্য সর্বস্তরের মানুষের বক্তব্য, প্রশ্নোত্তরের মাধ্যমে এবং আলোচনায় এই সভা সমৃদ্ধ হয়ে ওঠে। সবশেষে সুখবিলাস বর্মার বিখ্যাত ভাওয়াইয়া গান দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে। সভার সফলতার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান কলিকাতা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ বর্মা।