মন্ত্রীর সামনত কান্দিয়া ব্যাকুল আঈ!

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: পিকআপ ভ্যানত কারেন শর্ট খায়া শীতলকুচির ১০ ঝন পূর্ণাথীর জিউ গেইছে। তায় মঙ্গলবার সাকালে জিউ যাওয়া চেঙরা লার পরিবারের সদস্যলার হাতত ২ লক্ষ টাকা করি ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। আজি শীতলকুচি ব্লকের বিডিও অফিসের হলঘরত মরা চেঙরা লার পরিবারের হাতত দুই লক্ষ টাকার চেক তুলি দিছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উল্লেখ্য, দেওবার রাতিত জল্পেশ মন্দিরত পূজা দিবার জন্য যাওয়ার ঘাটাত কারেন শর্ট খায়া ১০ ঝন পূর্ণাথীর মরন হয়। চোট পায় ১৬ ঝন। বৃষ্টির জন্য জেনারেটরের অগলে বগলে থাকাতে শর্ট সার্কিট হয়া কারেন শর্ট খায় সগায় ‌। এই নাকানে কইচে কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। জখম পূর্ণাথী লা জায় জায় সুস্থ হৈছে তাক তাক জলপাইগুড়ি সুপারস্পেশালিটি থাকি ছুটি দিছে। ওটে কোনা জখমলাক দেখির গেছিলো মন্ত্রী অরূপ বিশ্বাস। উমরা কন, ঘটনা খুব দুঃখজনক। রাজ্য সরকার নিহত আর জখম লার পরিবারের পাশত আছে। উমার কোন সমস্যা হৈলে কোচবিহার পুলিশ সুপার এবং জেলা শাসকক জানের কইচে। এটে হাজির ছিলেক বিডিও সোফিয়া আব্বাস, মহকুমাশাসক অচিন্ত্য হাজরা, জেলা শাসক পবন কাদিয়ান, কোচবিহার জেলা তৃণমূল গড়েয়া অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনীয়া সহ অন্যান্যরা। বিডিও অফিসের কর্মসূচি শ্যাষ করি তৃণমূল নেতা আর বিধায়ক উমরা নিহত পরিবার লার বাড়ি বাড়ি যায়া সমবেদনা জানাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *