ময়নাগুড়িতে অস্বাভাবিক মৃত্যু
ময়নাগুড়ি, ২৩ এপ্রিল : রবিবার সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাওডাঙা এলাকার ঘটনা।
পুলিশ জানিয়েছেন, মৃত ওই ব্যক্তির নাম অমূল্য রায় (৪৮) । জানা গেছে, পেশায় ব্যবসায়ী ছিলেন অমূল্য রায়। আমগুড়ি বাজারে তার দোকান আছে। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেন।এরপর নিজের শোবার ঘরে ঘুমাতে চলে যায়। সকালে পরিবারের সদস্যরা দরজা খুললে শোবার ঘরেই ঝুলন্ত দেহ দেখতে পান। পরে ময়নাগুড়ি থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।