ময়নাগুড়িতে মধ্য রাতে পথ দুর্ঘটনায় মৃত ১
বাপ্পা রায়; ময়নাগুড়ি, ১৮ সেপ্টেম্বর :
রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম অনুকূল রায়(৩৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ ভুজারী পাড়া এলাকার বাসিন্দা অনুকূল রায় জল্পেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় শালতলী সংলগ্ন বিএড কলেজের সামনে কোনো এক গাড়ির সাথে ধাক্কা মারলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় অনুকূল। স্থানীয়রা সাথে সাথে সেখালে এলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুকূল রায়ের। স্থানীয়দের অনুমান কোনো পিক আপ বা ট্রলির সাথে ধাক্কা মারে অনুকূল রায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ আসলেও দীর্ঘ ২ ঘন্টা কেটে গেলেও পুলিশ মৃত দেহ নিয়ে যেতে পারে নি।
স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশ আসার কয়েক ঘন্টা কেটে গেলেও এম্বুলেন্স এর অভাবে মৃতদেহ নিয়ে যেতে পারে নি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের বিরুদ্ধে। ময়নাগুড়ি থানার এম্বুলেন্স, পথ বন্ধুকে দেওয়া এম্বুলেন্স সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এম্বুলেন্স থাকলেও দুর্ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধারের জন্য কেন এম্বুলেন্স পাওয়া গেল না? প্রশ্ন সাধারণ মানুষ সহ সমাজ সচেতন নাগরিকদের।