ময়নাগুড়ির ট্রাফিক মোড়ে বিজেপির পথসভা।
কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের নাম বদল করে রাজ্য সরকারের দুর্নীতি এমন বিভিন্ন অভিযোগ নিয়ে আজ বিজেপির ময়নাগুড়ি ১ নং টাউন মন্ডল এর পক্ষ থেকে ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে এক পথসভা আয়োজন করা হয়। মূলত তাদের দাবিগুলি হল কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের নাম বদল করে রাজ্য সরকারের দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাৎ, চাকরি চুরি সহ ময়নাগুড়ি পৌরসভায় দুর্নীতি। এদিন এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, বিধানসভার কনভেনার রথীন আচার্জী, কো কনভেনর নিতাই রায়, ময়নাগুড়ি ১ নং টাউন মন্ডল সভাপতি সঞ্জীব বর্ধন সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। এদিনের এই পথসভা সম্বন্ধে জেলা বিজেপির সাধারণ সম্পাদক চঞ্চল সরকার বলেন,” কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি, চাকরি চুরি, ময়নাগুড়ি পৌরসভায় উন্নীত হওয়ার পরেও পরিষেবা না মেলা সহ বিভিন্ন দাবিতে এই পথসভার আয়োজন।”