ময়নাগুড়িতে বাসে ডাকাতির ঘটনার পর পুলিশ সুপারের জরুরি বৈঠক ধূপগুড়িতে
সুব্রত রায়, ধূপগুড়ি: মঙ্গলবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ( গ্ৰামীণ)এর ধূপগুড়ি অফিসে তিনটি থানার আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জলপাইগুড়ির পুলিশ সুপার। জানা গেছে, গত সোমবার রাতে একটি দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনার কিনারা করতেই ময়নাগুড়ি, ধূপগুড়ি ও বানারহাটের পুলিশ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন পুলিশ সুপার। উল্লেখ্য যে, গতকাল ময়নাগুড়ি থানার অন্তর্গত হুসলুডাঙ্গা এলাকায় সন্ধ্যায় দূরপাল্লার একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। গতকাল সন্ধ্যায় পর থেকেই ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ বিভিন্ন জায়গায় সমস্ত ছোট, বড়ো গাড়িতে তল্লাশি করা হয়।
এদিকে এই ঘটনায় কোন বড়ো চক্র যুক্ত রয়েছে কিনা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কিন্তু সূত্রের খবর জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।