ময়নাগুড়ি থেকে উদ্ধার হলো কিং কোবরা
ময়নাগুড়ি: আবারও লোকালয় থেকে উদ্ধার করা হলো কিং কোবরা। লোকালয় থেকে কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উল্লেখ্য এর আগেও ডুয়ার্সের মালবাজার, নাগড়াকাটা এলাকা থেকে একাধিকবার কিং কোবরা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার চাকুলার হাট থেকে কিং কোবরা টি উদ্ধার করা হয়। জানা গেছে এদিন বেলা ১১ টা নাগাদ রামসাইয়ের চাকুলার হাট এলাকায় একটি বড়ো সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর ময়নাগুড়ির পরিবেশ প্রেমী নন্দু রায় ও বনকর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা ও নন্দু রায়। এদিকে ততক্ষণে সাপ দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। এরপর নন্দু রায় প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন। উদ্ধার করার পর সাপটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয় এবং এরপর গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
এদিকে বারবার লোকালয় থেকে কিং কোবরা উদ্ধারের ঘটনায় উদ্ধিগ্ন পরিবেশপ্রেমীরা।