ময়নাগুড়ি পুলিশের বড়োসড়ো সাফল্য
নিউজ ডেস্ক, ময়নাগুড়ি: ২২ কেজি গাঁজা সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ময়নাগুড়ির একটি হোটেল দুই মহিলাকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃত দুই মহিলার নাম আফসানি বেগম ও তাজমুন বিবি। আফসানি বেগমের বাড়ি হুগলিতে ও তাজমুন বিবির বাড়ি উত্তর ২৪ পরগণায়। জজলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু হয়েছে। কাদের সুত্র ধরে এসেছে মময়নাগুড়ি তে বা এদের সঙ্গে অন্যকেউ জড়িত আছে কি না তদন্ত শুরু হয়েছে।