মরাঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযান, উদ্ধার চোরাই কাঠ
সুব্রত রায়, গয়েরকাটা: উদ্ধার করা হলো মূল্যবান জ্বালানী কাঠ। শনিবার সকালবেলা মরাঘাট রেঞ্জের বনকর্মীরা চোরাই কাঠ উদ্ধার করতে অভিযানে নামে। কিন্তু রাস্তাতেই উদ্বার করা হলো জ্বালানি কাঠ। উল্লেখ্য বেশ কিছুদিন থেকেই অভিযোগ আসছিল খুট্টিমারি, গোসাইরহাট জঙ্গল সহ নাথুয়াহাট রেঞ্জে জঙ্গল থেকে মূল্যবান শাল গাছ দিনে এবং রাতের অন্ধকারে কেটে সেগুলোকে জ্বালানি কাঠ রূপে ধূপগুড়ি শহরে নিয়ে এসে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন থেকে বনকর্মীরা অভিযান চালাচ্ছিলেন ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। এমনকি গত ৫ ই ডিসেম্বর মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ধূপগুড়ির কালিরহাট, ডাউকিমারি সহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর জ্বালানি কাঠ উদ্ধার করে। কিন্তু তারপরও থামানো যায় নি কাঠ পাচারকারীদের। এমনকি বনদপ্তরের তরফ চিঠি দেওয়া হয়েছিল ধূপগুড়ি পৌরসভাকে যাতে পৌরসভা এলাকার মধ্যে যে সমস্ত মিষ্টি ব্যবসায়ী এবং ছানা ব্যবসায়ীরা রয়েছেন তারা জ্বালানি কাঠ হিসেবে জঙ্গলের মূল্যবান শাল কাঠ ব্যবহার না করেন, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।কিন্তু তারপরও অবাধে চলছে চোরাই কাঠ সহ জ্বালানি কাঠ পাচার।