মরিচবাড়ি খোল্টা গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : কোচবিহার-২ ব্লকের মরিচবাড়ি খোল্টা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা। আজ সংগঠনের নেতা কর্মীরা মিছিল করে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেছেন। সংগঠনের তরফে জানানো হয়েছে লক ডাউনের জেরে সাধারণ মানুষ, কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিকরা চরম বিপদের সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে তাদেরকে সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নানা দাবি সমূহ উল্লেখ করে আজ মরিচবাড়ি খোল্টা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একাধিক দাবির ভিত্তিতে স্মারকলিপি পেশ করা হল। লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত সমস্ত চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, করোনা সংক্রান্ত তথ্য গোপন না করে পর্যাপ্ত নমুনা পাঠানো, করোনা টেস্টের সংখ্যা বাড়ানো, দ্রুত টেস্টের রিপোর্ট ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা, মরিচবাড়ি খোল্টা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বাড়ি সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ করা, প্রত্যেক পরিবারকে ৩৫ কেজি চাল ও অন্যান্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, কৃষকদের যাবতীয় কৃষি ঋণ মুকুব, একশো দিনের কাজ বছরে দুশো দিনের পাশাপাশি ৩০০ টাকা মজুরি, ষাটোর্ধ্ব সকল সম্প্রদায়ের কৃষকদের মাসিক পেনশনের ব্যবস্থা, প্রতিটি জব কার্ড হোল্ডারকে ১০ হাজার টাকা প্রদান, নদীবাঁধ সংস্কার সহ মোট ৩০ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। এই কর্মসূচিতে সারা ভারত কৃষক সভার কোচবিহার-২ ব্লকের সম্পাদক বিনয় দে, সংগঠনের মরিচবাড়ি খোল্টা অঞ্চলের সভাপতি নরেশ রায়, ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক ললিত রায়, সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক অবনী রায় সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *