মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারালো কাজিপাড়ার ২ যুবক
আবিদ হোসেন, জটেশ্বরঃ শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই তরতাজা যুবকের।মৃতদের নাম সুজয় দেবনাথ এবং তাপস দেবনাথ।ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গদিখানা সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ উভয়ে বাইকে চেপে বাড়ির দিকে যাচ্ছিল। গদিখানা – খগেনহাট প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে উভয়ের বলে স্থানীয় সূত্রে খবর।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক সহ দেহ দুটি উদ্ধার করে নিয়ে আসে।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।