মশার লার্ভা বিনাশ করতে ছাড়া হলো গাপ্পি মাছ
ময়নাগুড়ি, ২৫ আগস্ট : মশার লার্ভা বিনাশ করতে ময়নাগুড়িতে ছাড়া হলো গাপ্পি মাছ। বুধবার ময়নাগুড়ি ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েতে এই মাছ গুলি ছাড়া হয়। জানা গেছে ময়নাগুড়ি ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতে প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, জয়েন্ট বিডিও শুভশ্রী দাস, জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য গোবিন্দ রায়, ফিসারি আধিকারিক সহ প্রমুখরা।
বর্ষার সময় টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে। আর সেই জমানো জল থেকেই উৎপত্তি হয় মশার। লার্ভা থেকে ধীরে ধীরে মশা বেরিয়ে এসে ছড়িয়ে পড়ে চারিদিকে। আর তার থেকেই জন্ম নিতে পারে বিভিন্ন ধরণের কঠিন রোগ। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ আমাদের অতি পরিচিত। এবার সেই মশার লার্ভা বিনাশ করতে ময়নাগুড়ি ব্লকে ছাড়া হলো গাপ্পি মাছ। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় প্রত্যেক জেলায় জেলায় শুরু হয়েছে এই প্রক্রিয়া। বুধবার ময়নাগুড়ি ব্লকেও এই মাছ ছাড়া হলো। ময়নাগুড়ির ১৬ টি গ্রাম পঞ্চায়েতে এই মাছ ছাড়ার পাশাপাশি ময়নাগুড়ি বিডিও অফিসের পাশে থাকা ডোবাতেও গাপ্পি মাছ ছাড়া হয়। এই বিষয়ে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া বলেন, " প্রত্যেক জেলায় জেলায় এই মাছ ছাড়ার প্রক্রিয়া চলছে। আমাদের ময়নাগুড়িতে ৩লক্ষ ৩৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হলো ১৬ টি গ্রাম পঞ্চায়েতে। এই মাছ গুলি বিভিন্ন ডোবায়, নর্দমায় ছাড়া হয়। এরা মূলত মশার লার্ভা খায়। ফলে বর্ষার সময় মশার উপদ্রব থেকে এবং বিভিন্ন মশা ঘটিত রোগ থেকে রক্ষা পেতেই এই উদ্যোগ।