মহিলাদের নেতৃত্বে সপ্তম বর্ষে পদার্পণ—”মায়াপুর ইসকন” থিমে দুর্গা পূজার প্রস্তুতি পাঘালুপাড়ায়
সাহু ডাঙ্গী:দুর্গোৎসবের ঘণ্টাধ্বনি বেজে উঠেছে উত্তরবঙ্গে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়ায় এবার শুরু হয়েছে “খুঁটি পূজার” মধ্য দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিক প্রস্তুতি। বিশেষত্ব এই যে, এই পূজোটি সম্পূর্ণভাবে পরিচালনা করছেন স্থানীয় মহিলারা, যা বর্তমান সমাজে এক অনন্য দৃষ্টান্ত।
“পাঘালুপাড়া যুবক সংঘের” মহিলাবৃন্দের এই দুর্গোৎসব এবছর পদার্পণ করল সপ্তম বর্ষে। এবারের পূজোর থিম দারুণ আকর্ষণীয়—”মায়াপুর ইসকন মন্দিরের আদলে” তৈরি হচ্ছে বিস্ময়কর পূজা মণ্ডপ। থিম মণ্ডপ তৈরিতে যেমন থাকছে শিল্পনৈপুণ্যের ছাপ, তেমনি থাকছে মনোমুগ্ধকর আলোকসজ্জা। আয়োজনের মোট বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, যিনি মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও পূজার সাফল্য কামনা করেন।
পূজা কমিটির সদস্যারা জানান, “এটি শুধুমাত্র পূজা নয়, এটি আমাদের সমাজের নারীদের সংগঠিত হয়ে কিছু গঠনমূলক ও সাংস্কৃতিক কাজ করার প্রয়াস। আমরা গর্বিত যে সপ্তম বর্ষেও মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাদের সঙ্গে আছে।”
চারদিন ধরে চলবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান—নাটক, সংগীত, নৃত্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা। উদ্যোক্তারা আশাবাদী, এবার পাঘালুপাড়ার এই পূজা দেখতে ভিড় জমাবেন আশপাশের বহু মানুষ।
নারী নেতৃত্বে এমন সুনির্মিত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দুর্গাপূজা নিঃসন্দেহে রাজগঞ্জের গর্বের বিষয়।
