মহিলাদের শাড়ি বিলি তালুকেরটারিতে
ফালাকাটা: তালুকেরটারি ইয়ং জেনারেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তালুকেরটারি কামিনী বালা শিশু শিক্ষাকেন্দ্রে দশ জন বিধবা মহিলার হাতে কাপর বিতরন করা হয়। পাশাপাশি এইদিন এলাকার মহিলা পুরুষ সকলের হাতে মাস্ক তুলে দেওয়া হয় এবং এলাকার সমস্ত মানুষকে সামাজিক দূরত্ব মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করা হয়।
সোসাইটির সভাপতি বিনয় মুর্মূ বলেন, সামাজিক দূরত্ব মেনে এলাকায় করোনা সংক্রমণের সচেতনতা প্রচার ও বিধবা মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।