মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ গ্রাম উন্নয়ন দপ্তরের
বাপ্পা রায়, ময়নাগুড়ি: মহিলাদের স্বনির্ভর করার জন্য উদ্যোগ নিল জলপাইগুড়ি গ্রাম উন্নয়ন দপ্তর। বুধবার ময়নাগুড়ির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হল, ভম্রমান গাড়ি। এই গাড়িতে করেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন চাইনিজ ফুড চাওমিন, এগ-রোল সহ আরও অনান্য খাবার ময়নাগুড়ি বাজারে ঘুরে ঘুরে বিক্রি করতে পারবে। জানা গেছে, ময়নাগুড়ির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ জলপাইগুড়ি গ্রাম উন্নয়ন মন্ত্রকের এই উদ্যোগ। এদিন, ভ্রমান গাড়ি ছাড়াও ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি শীবম রায় বসুনিয়ার হাত ধরে মহিলাদের জিনিস পত্র রাখার জন্য একটি পাত্রও দেওয়া হয়। আর তাতে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তারা জানায়, জলপাইগুড়ি গ্রাম উন্নয়ন মন্ত্রকের দেওয়া ভ্রমণ গাড়িসহ জিনিসপত্র রাখার সরঞ্জামে তারা আরো স্বনির্ভর হতে পারবে।