মাথাভাঙা দুই নং ব্লকের সম্ভাব্য সেরা ১০ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

বিদ্যুৎ কান্তি বর্মন এবং সৌমিত্র বর্মন,সিঙ্গিজনি,১৫আগস্ট:
মাথাভাঙা ২নং ব্লক এর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য সেরা মেধা ১০জন ছাত্র-ছাত্রীদের ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছার সাথে সাথে কৃতিত্বের সংবর্ধনা দিলো উত্তরবঙ্গ ভাওইয়া ও লোকসংগীত শিল্পী সমিতি মাথাভাঙা দুই নং ব্লক।

কমিটির সভাপতি গণেশ বর্মন জানান মাথাভাঙা দুই নং ব্লকের অন্তর্গত দশটি অঞ্চলের সেরা দশ জন ছাত্র-ছাত্রী সংবর্ধনা করা হয়। তাদের সেরা মেধা কৃতিত্বের নাম্বার অনুসারে।ভবিষ্যতে যাতে তারা আরও উজ্জ্বল নক্ষত্রের মতো উৎসাহের সহিত পড়াশোনা করে সুনাম অর্জন করতে পারে।
তবে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান সকল কৃতি ছাত্র-ছাত্রী বাড়ি বাড়ি করা হয় সমিতির পক্ষ থেকে।
আজকে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, হিরেন বর্মন, ধ্বনি রাম বর্মন, পিন্টু বর্মন সহ আরো অনেকেই।

উত্তরবঙ্গ ভাওয়াইয়া লোকসংগীত শিল্পী সমিতি সূত্রে জানা যায় মাথাভাঙা দুই নং ব্লকের উচ্চমাধ্যমিকে সম্ভাব্য সেরা বা প্রথম ফালাকাটা গার্লস হাই স্কুলের ছাত্রী অনুশ্রী বর্মন, যার প্রাপ্ত নম্বর ৪৮৭, সম্ভব দ্বিতীয় প্রেমের ডাঙ্গা হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা নন্দী(৪৮১)
সম্ভাব্য তৃতীয় সিঙ্গিজনি হাই স্কুলের ছাত্র অরূপ দত্ত(৪৭৯) এবং চতুর্থ ও পঞ্চম হয় খেতি ফুলবাড়ি হাই স্কুলের দুই ছাত্রী বনশ্রী বর্মন(৪৭৮)ও কাকুলি বর্মন(৪৭৬)। এবং অঞ্চল ভিত্তিক আরো ৫ জন মেধা ছাত্র-ছাত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *