মাদকের অপব্যবহার ও ক্ষতিকারক বিষয়ে সচেতনতামূলক শিবির
রাজগঞ্জ কলেজ এবং রাজগঞ্জের ইভোলিউশন ফাউন্ডেশন নামে এক এনজিও-এর সহযোগিতায় মাদকের অপব্যবহারের ও ক্ষতিকারক প্রভাবের বিষয়ে একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের কমিউনিটি বিভাগের উদ্যোগে। এই শিবিরে উপস্থিত হন রাজগঞ্জ কলেজের অধ্যক্ষ ডাঃ হর প্রসাদ মিশ্র, রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের এমও ডাঃ দেবাশীষ সমাজপতি, ডাঃ সন্দীপ কেআর সেনগুপ্ত, ডিআইএন, এনবিএমসি অ্যান্ড হাসপাতাল এবং রাজগঞ্জের ইভোলিউশন ফাউন্ডেশন এনজিওর পরিচালক শ্রী বিশ্বজিৎ নাগ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন অতিথিরা । মাদকদ্রব্যের অপব্যবহারের দিক এবং ছাত্রদের সাথে মতবিনিময় করেন। এতে রাজগঞ্জ কলেজ ও রাজগঞ্জ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।