মাদারীহাট-বীরপাড়া বিধানসভায় বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা
ক্ষীরোদা রায়: দল ভরসা রেখেছে, আমার উপর মানুষের আস্থা আছে, তাই দল আমাকে আবার সুযোগ দিয়েছে বক্তা মনোজ টিগ্গা। মাদারিহাট-বীরপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বিজ্ঞান বিভাগের শিক্ষক মনোজ টিগ্গা প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেন ২০১১ সালে। আরএসপির কুমারী কুজুরের কাছে পরাজিত হন। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ২২০৩৮ ভোটে জয়লাভ করেন। দুই বারের প্রার্থী তথা বর্তমান বিধায়ক মনোজ টিগ্গাকে নিয়ে বিরোধী দলের অভিযোগ যে, বিধায়ক উন্নয়নমূলক কাজ করতে পারেননি। তিনি অবশ্য বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে মোবাইলে জানালেন, “বীরপাড়ায় ফায়ার ব্রিগেড, পানীয় জলের ব্যবস্থা সহ আরও অনেকগুলো দাবি জানিয়েছি আমরা, লড়াই করছে আমরা সেসব পেয়েছি। সাধারণ মানুষ সব জানে।” তিনি বলেন, “দল আমার উপর ভরসা রেখেছে, এখন দলকে ভরসার মর্যাদা দিতে হবে।” উল্লেখ্য, শনিবার বিকেল তিনটা নাগাদ পশ্চিমবঙ্গ সহ আরো তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয় দিল্লীতে বিজেপির সদর দপ্তরে। সেখানে পশ্চিমবঙ্গের তৃতীয় দফা ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।