মাধ্যমিকের এক পরিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য
নিউজ ডেস্ক,শীতলকুচি: রবিবার সকাল বেলা শীতলকুচি ব্লকের পশ্চিম গোলেনাহাটি এলাকায় মাধ্যমিকের এক পরিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। মৃত কিশোরের নাম সুমিত বর্মন। সে সংশ্লিষ্ট ব্লকের শীতলকুচি গোপীনাথ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। মৃতের পরিবার সূত্রে, গতকাল মানসিক অবসাদে ছিল সুমিত। রাতে ঘরে একাই ছিল। এদিন সকাল বেলা ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হয় তাদের। অনেক ডাকা ডাকি করলেও কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত দেহ দেখতে পান তারা। ঠিক কি কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেটা নিয়েই সন্দিহান তারা। খবর পেয়ে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ বলে জানান ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী।