মানিকচকে প্রতিবন্ধী শিবির অনুষ্ঠিত হল
মানিকচক : মানিকচক বিধানসভার বিধায়িকা তথা মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবিত্রী মিত্র উদ্যোগে এবং মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিবির অনুষ্ঠিত মঙ্গলবার।মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুল হোস্টেলে মানিকচক ব্লকের প্রত্যেকটি অঞ্চলের প্রতিবন্ধী মানুষদের জন্য এই শিবির আয়োজন করা হয়। এই শিবির থেকে নতুন করে প্রতিবন্ধী শংসাপত্র জন্য আবেদন পাশাপাশি শারীরিক চিকিৎসা করা হয় প্রতিবন্ধী মানুষজনদের। এদিন জেলার বিশিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী দ্বারা এই শিবির পরিচালিত করা হয়। এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে কয়েকশ প্রতিবন্ধী মানুষের হাতে শংসাপত্র তুলে দেয় মানিকচক গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভিক শংকর কুমার নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন শিবিরের।