মায়ের পা ধুয়ে ,পায়েস খাইয়ে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ দিবস।

আন্তর্জাতিক মাতৃ দিবসের প্রাক্কালে মা দিবস পালন বিদ্যালয়ে। অভিনব উদ্যোগ বিদ্যালয় কর্তৃপক্ষের খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।রাত পোহালেই আন্তর্জাতিক মা দিবস।আর তার আগে মা পূজার আয়োজন ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে।জলপাইগুড়ি জেলায় এই প্রথম এই মা দিবসের আয়োজন করা হয়েছে। রবিবার বিদ্যালয়ে দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা। আর তাদের সামনে নীচে বস্তায় বসে রয়েছেন তাদের সন্তানরা। এরপর মায়েদের পা ধুইয়ে মোছে দিলে সন্তানরা। এরপর হাতজোড় করে শপথ বাক্য পাঠ করালেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক, আর সেই শপথ করল সবাই। ” আমি সারাজীবন মা- বাবাকে ভালোবাসব। তাদের দেখাশোনা করব।” এরপর মায়েদের পায়েস খাইয়ে দেয় সন্তানরা।তারপর সন্তানদের পায়েস খাইয়ে দেয় মায়েরা। এভাবেই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা একে একে তাদের মায়েদের শ্রদ্ধা জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *