মায়ের স্মৃতির উদ্দেশ্যে দুস্থদের খাইয়ে তুলে দেওয়া হল উপহার
ময়নাগুড়ি, ২৯ মে : মা গত হয়েছেন ২০২০ সালের ৮ এপ্রিল। আর তার স্মৃতির উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেছেন তার ছেলে তথা ব্যবসায়ী তারক বাকালী। ক্রান্তি হাটের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হলেন তারক বাকালী । সোমবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে এই খাবারের আয়োজন করা হয়। এদিন মন্দিরের প্রায় ১০০ জন দুঃস্থ মানুষদের খাওয়ানো হয়। এদিনের খাওয়ার মেনুতে ছিল সাদা ভাত,পটল আলুর দর্মা, পনীর সবজি, মুগডাল, পাপর ভাজা। এছাড়াও খাওয়ানোর পর একটি করে ছাতা তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে ব্যবসায়ী তারক বাকালী বলেন, “আমি আগে থেকেই এই ধরনের কাজ করে থাকি। আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এবং বাবা মহাদেবের আশীর্বাদে এই আয়োজন করেছি। তাই জল্পেশ মন্দিরেই এই আয়োজন করা হয়েছে।”