মালদা আবগারী বিভাগের উদ্যোগে চোলাই মদ সহ গ্রেপ্তার ২
নিজস্ব সংবাদদাতা ,মালদা
আবগারী বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সাত সকালে গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর আবগারি বিভাগের আধিকারিক তথা সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের শ্যাম ডাঙ্গা এবং বিজইল গ্রামে এই দুই জায়গা থেকে দুজনের কাছে তল্লাশি চালিয়ে মোট ৬০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেন,এই দুই ব্যক্তির সাইকেল ও মোটর বাইকে করে অবৈধ চোলাই মদ পাচারের উদ্দেশ্যে বেরিয়েছিল , সে সময় তাদের দুইজনকে ধরে ফেলেন, মোটরসাইকেল ও সাইকেল, চোলাই মদ ৬০ লিটার সহ দুই ব্যক্তিকে আটক করে নিয়ে আসেন। ধৃতদের নাম সন্তোষ হাজদা (২৫) বাড়ি আকতৈল অঞ্চলের করনজা গ্রামে, অপরজন সুশীল মার্ডি (৫০) বাড়ি বৈদ্যপুর অঞ্চলের শ্যামডাঙ্গা এলাকায়। ধৃতদের প্রথমে হবিবপুর আবগারি দপ্তরে নিয়ে আসা হয় এবং বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ তুইতো দুজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।