মালদা ইংরেজবাজার ব্লকের জেলা পরিষদের ৪৩ এর মধ্যে ৩৩ টি আসন দখল করল তৃণমূল
সারারাত ধরে জেলা পরিষদ আসনের গণনা হলো জেলার বিভিন্ন গণনা কেন্দ্রে।মালদা জেলার মোট জেলা পরিষদের আসন সংখ্যা ৪৩। ইংরেজবাজার ব্লকের তিনটি আসনসহ মোট ৩৩ টি আসন দখল করেছে তৃণমূল। ৬টি আসন দখল করেছে কংগ্রেস এবং ৪টি আসন দখল করেছে বিজেপি।এর পাশাপাশি বহু পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও তৃণমূলের জয়জয়কার। মঙ্গলবার সকাল আটটা থেকে প্রতিটি ব্লকের গণনা কেন্দ্রে শুরু হয় গণনা প্রক্রিয়া। প্রথমে গ্রাম পঞ্চায়েত আসনের গণনা, এরপর পঞ্চায়েত সমিতির গণনা এবং সবশেষে গণনা শুরু হয় জেলা পরিষদ আসনের। ব্যালট গোনা হয় সারা রাত ধরে। প্রতিটি গণনা কেন্দ্রে মোতায়ন ছিল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রে কোনোরকম অশান্তির খবর পাওয়া যায়নি। তবে জেলা পরিষদ আসনের ফলাফল ঘোষণা করতে সকাল হয়ে যায়। জয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়া হয় বুধবার সকালে।