মাশান পুজো ও মেলা ঘিরে উন্মাদনা বৌল পাড়ি গ্রামে

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,১৯এপ্রিল:- রাজ বংশী সমাজের লোকদেবতা মাশান বাবা। আর মঙ্গল বার মাশান পুজো ও মেলা ঘিরে উন্মাদনায় মেতে উঠল প্রান্তিক গ্রাম বৌল পাড়ি।জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বৌলপারি বাঁধের পাড় গ্রাম এলাকায় অন্যান্য বছরের মত নিয়ম মেনে মঙ্গল বার অনুষ্ঠিত হল মাশান পুজো ও মেলা।
পুজো আয়োজক কমিটির পক্ষে উমা নাথ বর্মন জানান বৌলপারি বাঁধের পাড় এলাকায় স্থানীয়দের সহায়তায় এই মাশান মন্দির গড়ে উঠে ।এখানে প্রতিবছর পুজো উপলক্ষ্যে মেলাও অনুষ্ঠিত হয়ে আসছে।এবছর এই পুজো ও মেলা ১৩ তম বর্ষ। এই গ্রামের মানুষ এই পুজোকে ঘিরে উন্মাদনায় মেতে উঠে প্রতি বছর। একই ভাবে এবছরও পুজোয় অনেকে পূজা অর্চনা দেন।গ্রামের সকলে এই পুজো ও মেলা উপলক্ষ্যে একসঙ্গে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *