মিরিকে দুই মন্ত্রী
স্বপন পাল দার্জিলিং অপরূপ সুন্দর মিরিকে এলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। দুই মন্ত্রীর আগমনে মিরিক কের বাসিন্দারা উৎসাহিত হয়ে উঠেছে। মিরিক পৌরসভার চেয়ারম্যান এলবি রাই দুই মন্ত্রী কে মিরিক লেক ও ইন্দ্রাণী পার্ক ঘুরে দেখালেন। মিরিকের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হলেন দুই মন্ত্রী উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে মিরিক লেক ইন্দ্রানী পার্কের নির্মাণ চলছিল নতুন করে মিরিক লেক ও ইন্দ্রানী পার্ক সেজে উঠেছে। একটা সময় মিরিকের একটা আলাদা আকর্ষণ ছিল পর্যটকদের মধ্যে । বিগত বেশ কয়েক বছর আগে দার্জিলিং পাহাড়ে আন্দোলনের জন্য মিরিক লেক ইন্দ্রানী পার্ক সম্পূর্ণরূপে ধ্বংস হতে বসেছিল এবার তা নতুন করে তৈরি করা হলো। দার্জিলিং পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের ভূমি মিরিক পর্যটকদের গন্তব্য স্থল ছিল একসময়। একটা সময় দার্জিলিং বেড়াতে এলে পর্যটকরা মিরিক হয়ে গন্তব্যস্থলে ফিরে যেতেন । নানা সমস্যায় জর্জরিত এই দুই পর্যটক স্থল জর্জরিত হয়ে পড়েছিল তা আবার নতুন করে পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হচ্ছেন এবং অধিক মাত্রায় পর্যটকরা মিরিকে ঘুরতে আসছেন বর্তমান সরকারের পর্যটন মন্ত্রণালয় এর বদৌলতে। দুই মন্ত্রী পরিদর্শন শেষে সাংবাদিকদের পর্যটন মন্ত্রী ইন্দ্রনিল সেন জানালেন মিরিককে নতুন করে উপহার দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান পাঁচ বছর আগে শুরু হয়েছিল পৌরসভার ভোটে জিতে এক অধ্যায়ঃ এলবি রাই বিগত বছরগুলি তে দারুন কাজ করেছেন। এবং বিদ্যুৎ মন্ত্রী
অরূপ বিশ্বাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমে তিনি মিরিক বাসীদের ধন্যবাদ জানান 5 বছর আগে আমরা বলেছিলাম মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন আমরা মিরিকের উন্নয়ন করবো। মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন মিরিক গড়ে উঠেছে আজ। 50 বছরে করে উঠতে পারিনি তা মাত্র সাড়ে চার বছরে শেষ হয়েছে ।এই কাজগুলি দেখার জন্য আমরা এসেছিলাম। মিরিকের রাস্তাঘাট বিদ্যুৎ জলের উন্নয়ন হয়েছে কিনা । মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন হয়েছে সাংবাদিকদের জানান তিনি মিরিক পৌরসভার নির্বাচনে এবারে আসবেন শুধু একমাস নয় প্রয়োজনে 6 মাস পর্যন্ত থাকবেন তিনি যদি মমতা ব্যানার্জির নির্দেশ পান। মিরিক পুরসভার চেয়ারম্যান এলবি রাই সংবাদ মাধ্যমকে জানালেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মিরিক কে ১৭৫ কোটি টাকার পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হবে ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়ে গেছে। জেলাশাসক তাকে ফোন করে একথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী অরূপ বিশ্বাস কে মিরিক কের পানীয় জলের বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন ।পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন মিরিকের পর্যটন ব্যবস্থার উন্নয়নের জন্য আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান এল বি রাই কে তিনি সাংবাদিক দের জানান