মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই, চাঞ্চল্য
নিউজ ডেস্ক,মালদা: মোটর বাইক এবং সাইকেলের মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম হন দুইজন। রক্তাক্ত হয়ে পড়েন মোটর বাইকের চালক। শুক্রবার দুপুরে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকার চাকি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এসে দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে। পরে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মোটরবাইক চালকের নাম সুরজিৎ সরকার (৩৫)। তার বাড়ি ইংরেজবাজার থানার মহদীপুর এলাকায় । অপর সাইকেল চালক সুদাম মণ্ডলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিন চাকি মোড় এলাকায় আচমকায় রাস্তার পার করতে গিয়ে সাইকেল চালক মাঝে চলে আসে। সেই সময় মোটরবাইক চালিয়ে কাজে যাচ্ছিলেন ওই ব্যক্তি । হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালককে ধাক্কা মারলে, রাস্তায় লুটিয়ে পড়ে দুইজন। এরপর স্থানীয় বাসিন্দারা আছে দুজনকে উদ্ধার করে।