মুখ্যমন্ত্রী কি দেয়নি: মন্তব্য বিধায়কের

‘মুখ্যমন্ত্রী কি দেয়নি, কি পাননি আপনারা?’, ‘রাজ্যের ৬৪টি প্রকল্প থাকতে মানুষ বাইরে যাই বা কেন? আর পাচারের জালে পড়েই কেন?’ মানব পাচার সংক্রান্ত সচেতনা প্রচারের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার মানুষদের উদ্দেশ্যে একথাই জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

জলপাইগুড়ি জেলা পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে রাজগঞ্জের সন্ন্যাসী কাটায় মানব পাচার সংক্রান্ত বিষয়ে সর্তকতা প্রচারের উদ্দেশ্যে একটি শিবিরের আয়োজন করা হলো। সেখানে এলাকা বাসীদের মানব পাচার সংক্রান্ত বিষয়ে সতর্ক করতেই এই উদ্যোগ নেয় পুলিশ। জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাটায অঞ্চলের ডাহুক ভ্যালি চা বাগানে এই অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবষি’ দত্ত রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বিধায়কের কথায়, এলাকায় গরীব মানুষ এখন আর নেই। মমতা সরকার মুখ্যমন্ত্রী হয়ে আসার পর এলাকার মহিলাদের পাশাপাশি স্থানীয়দের কাজের ব্যাপারে প্রচুর উন্নয়ন হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যাবতীয় ৬৪টি প্রকল্প চালু করা হয়েছে। এলাকার মানুষ কাজ পাচ্ছে। তারপরও অনেকেই বাইরে কাজ করতে যাচ্ছেন এবং অনেকেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *