মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; জনসভা ঘিরে শহরে কঠোর নিরাপত্তা, উচ্ছ্বাস তুঙ্গে দলীয় কর্মীদের

কোচবিহার: রাজ্যে নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তারই মাঝে রাত পোহালেই কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার আগেই সোমবার বিকেলে আকাশপথে কোচবিহারে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ে তিনি এবিএন শীল কলেজ ময়দানে অবতরণ করেন।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই শহরে নিরাপত্তা ছিল কড়া নজরদারিতে। স্টেশন মোড় সংলগ্ন সার্কিট হাউস, রাসমেলা ময়দান ও এবিএন শীল কলেজ মাঠের আশপাশকে বিশেষ নিরাপত্তা জোন ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শহরের নানা প্রান্তে দলের তরফে স্বাগত সজ্জাও দেখা যায়।

এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা, পুলিশ সুপার সন্দীপ কার্রা-সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি দলীয় নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন-সহ আরও অনেকে।

সার্বিকভাবে, নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও জনসভা উত্তরবঙ্গ বিশেষ করে কোচবিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *