মুরগির বাচ্চা বিতরণ

মুরগির বাচ্চা প্রতিপালন করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মুরগির বাচ্চা বিতরণ করা হলো। মঙ্গলবার বিকেলে মাল পঞ্চায়েত সমিতির অফিসে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৫ জনের হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুশীল কুমার প্রসাদ, মৎস্য কর্মাধ্যক্ষ মৌসুমী সরকার, বিএলডিও নান্টু সর্দার সহ অনেকে। জানা গেছে একেকজনের হাতে ৪০ টি করে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। অর্থাৎ এদিন মোট ৬০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

উল্লেখ্য, এর আগেও মাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মাছের চারা, হাঁস, মুরগির বাচ্চা, ছাগল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *