মুরালিগঞ্জ হাইস্কুলে শৈশব ক্যান্সার সচেতনতা কর্মশালা
মিন্টু সিংহ, বিধাননগর: শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুরালিগঞ্জ হাইস্কুলে শৈশব ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা আয়োজন করল লায়ন্স ক্লাব অব বিধাননগর। অনুষ্ঠানে ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর চন্দ্র নারায়ন কাইরি, ডক্টর সামসদ বানু, ডক্টর আমানুলা ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক বক্তব্য ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বিধাননগরে সভাপতি সমীর অধিকারী, প্রদীপ কুমার ঘোষ, মুরালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম সহ বিশিষ্ট ব্যাক্তিরা।