মৃত্যুতে শোকস্তব্ধ শিলিগুড়ি!
সঞ্জয় হালদার,,শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে গাড়ি পড়ে মৃত্যু শিলিগুড়ির ৫ যুবকের।তাদের দেহ উদ্ধার হয়েছে,মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গোটা শিলিগুড়ি শহরে।
কাশিয়াং এ মর্মান্তিক দুর্ঘটনা এবং কয়েকশো ফুট নিচে পড়ে যায় একটি গাড়ি সেই ঘটনায় রথখোলার এলাকার বাসিন্দা চার যুবকের মৃত্যু,তাদের মধ্যে ১ জন মিলন পল্লী এলাকার বাসিন্দা,
শিলিগুড়ির সুব্রত দাস,ঋষাভ দাস,অভ্র কমল কুন্ডু,বিক্রম দাস এবং রোনাল্ডো। এদের মধ্যে চার যুবক শিলিগুড়ি রথখোলা বাসিন্দা। রোনাল্ডো এন জে পির বাসিন্দা। এই চার যুবকের মৃতদেহ গতকাল রাতে নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং যারা পরিচিত এবং আত্মীয়রা রয়েছেন সারা রাত খোলা মাঠে ভীড় করেছেন, সেখান থেকেই তাদের মৃতদেহ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং তারপর শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে। ঘটনাটি ঘটে ১৫ ই অগাষ্ট লাটাগুড়ি বেড়াতে গিয়েছিল সেখান থেকে ফিরে এসে ফের তাঁরা কাশিয়াং যায়।এরপর থেকেই সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের পরিবারের, ১৫ ই অগাষ্ট রাতে খবর আসে তাদের গাড়িটি বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে রাত ১২ টা নাগাদ শিলিগুড়ির দিকে আসার পথে এবং গতকাল তাদের দেহ উদ্ধার হয়।