মেখলিগঞ্জে অসহায় সম্বলহীনা বৃদ্ধা, খাবার জুটছে না মেনকা বর্মনের
বিজয় চন্দ্র বর্মন, মেখলিগঞ্জঃ-
করোনা আবহে লক ডাউনে অসহায় জীবন কাটাচ্ছেন মেখলিগঞ্জ ব্লকের জামালদহের সহায়সম্বলহীনা বৃদ্ধা মেনকা বর্মন। বাড়ি জামালদহ রেলস্টেশন সংলগ্ন এলাকায়। মানুষের বাড়িতে দিন মজুরি করে এতদিন কোনও রকমভাবে দুবেলা অন্ন জুটলেও করোনা আবহে লক ডাউনে তাও বন্ধ। করোনা পরিস্থিতিতে মানুষের বাড়িতে মিলছেনা কাজ। এমতাবস্থায় তার দিন চলছে প্রতিবেশিদের দয়ার ওপর। তার থাকার ঘর বলতে জীর্ন একচিলতে সরকারি ইন্দিরা আবাসন যোজনার ঘর। পুরনো সেই ঘরের চাল বেয়ে মেঝেতে জল পড়ে, বিছানা ভিজে যায়। ওপরে একটি পলিথিন দিয়ে কোনওরকম ভাবে দিন গুজরাচ্ছেন ওই বৃদ্ধা। সংসারে তার আপন বলতে একটি মেয়ে। তাকেও পাত্রস্থ করেছেন। স্বামি গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। বর্তমানে সেখানে তিনি একাই বাস করেন। লক ডাউনে তার কোনওরকম সহায়তা মেলেনি বলে তিনি জানান। বর্তমানে তার খাবার জুটছে না। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তিনি উপকৃত হবেন বলে জানিয়েছেন।