মেটেলিতে স্বাধীনতা সংগ্রামী লক্ষণ নায়েকের জন্মজয়ন্তী পালন
নিউজ ডেস্ক, ডুয়ার্স: রবিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানে উড়িয়া সম্প্রদায়ের শহীদ লক্ষণ নায়েকের জন্মজয়ন্তী পালন করা হলো। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও লক্ষণ নায়েকের প্রতিকৃতিতে মাল্যদাদের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেইসাথে উড়িয়া জনজাতির সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভাও করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে তরাই ও ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের উড়িয়া জনজাতির মানুষেরা উপস্থিত ছিলেন।
এদিন এই অনুষ্ঠান থেকে আদিবাসী উন্নয়ন দপ্তর বিভাগে উড়িয়া জনজাতির একজন প্রতিনিধিকে রাখা সহ পশ্চিমবঙ্গ ও তরাই ডুয়ার্সের উড়িয়া সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের জোরালো দাবি জানানো হয়। এই দাবি জানান উপস্থিত উড়িয়া সমাজের কর্মকর্তারা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়িয়া সমাজের কেন্দ্রীয় কমিটির এডভাইজার দুলবো প্রজা,সভাপতি নারায়ণ খোঁড়া, সাধারণ সম্পাদক কে ডি নাগ,যুগ্ম সম্পাদক রুবেন কোষলা সহ অনেকে।
এদিনের অনুষ্ঠান থেকে সমাজসেবী রাজেন বরাইক ও সঞ্জয় কুজুরকে সমাজের তরফে সম্বর্ধনা দেওয়া হয়।