মেন্দাবাড়ি কোয়ারেন্টীন সেন্টার থেকে বাড়ি ফিরল ওরা, ব্যবস্থাপনায় খুশি ওরা
বিনয় নার্জিনারী, আলিপুরদুয়ার:
মেন্দাবাড়ি কোয়ারেন্টীন সেন্টার থেকে বাড়ি ফিরল ওরা, ব্যবস্থাপনায় খুশি ওরা। ওরা মানে পাঁচ পরিযায়ী শ্রমিক। তাদের কাছে মেন্দাবাড়ি কৃষক বাজার কোয়ারেন্টীন সেন্টার অনেকটাই যেন বাড়ির মতো পরিবেশ। রান্না করা খাবার থেকে শোয়া বসা, কোন ত্রুটি রাখেনি গৃহকর্তা তথা মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত। ভিণরাজ্য থেকে ঘরের ছেলেরা ফিরে এসেছে, কোয়ারেন্টীন সেন্টারে থাকতে হবে চোদ্দো দিনের জন্য। আর তাদের যাতে কোন সমস্যা না হয় সজাগ ছিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। চোদ্দো দিন কোয়ারেন্টীন সেন্টারে কাটিয়ে আজ ওরা বাড়ি ফিরছে। বাড়ি ফেরার আগে তারা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে দরাজ সার্টিফিকেট দিল আবাসিকেরা।
মঙ্গলবার মেন্দাবাড়ি কৃষক বাজার কোয়ারান্টাইন থেকে ছুটি হয় পাঁচজনের । তারা কেউ ১৪ দিন কেউ ১৫ দিন কোয়ারান্টাইনে ছিলেন আজ ছুটি হবার পর তারা আনন্দে ঘরে ফিরছে। এদিন কোয়ারান্টাইন সেণ্টার থেকে বেরিয়ে তারা জানান কৃষক বাজার কোয়ারান্টাইনে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে খাওয়া থেকে শুরু পরিকাঠামো সব কিছু ভালো ঘরের মত সব ব্যবস্থা করা হয়েছে যাহাতে আবাসিকদের কোনো সমস্যা না হয় । আমরা ১৪ দিন ছিলাম কিন্ত কোনো সমস্যা হয়নি এবং গতকাল ঈদ উপলক্ষে খাবার সরবরাহ সংস্থা ডুয়ার্স এগ্র ফার্মারস প্রোডিউসার কোম্পানি লিমিটেড এর উদ্যোগে আবাসীক সহ ১০০ জনকে বিরিয়ানি খাওয়ানোর জন্যও উক্ত সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।