মোবাইলে পনের লাখ টাকা পুরস্কার জেতার ফোনে প্রতারণার শীকার মহিলা

ক্ষীরোদা রায়, ফালাকাটা: মোবাইল ফোনে পুরস্কার জিতেছেন এমন ফোনে প্রতারণার শীকার এক দরিদ্র পরিবারের মহিলা। জালিয়াতের খপ্পরে পরে পঁয়তাল্লিশ হাজার টাকা খোয়ালেন ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ অঞ্চলের কাঁঠালবাড়ি গ্রামের এক হতদরিদ্র মহিলা। ঐ মহিলার নাম আকলিমা বেগম।

জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার নাম করে ঐ মহিলার কাছে ফোন আসে অচেনা নম্বর থেকে। সেই নম্বর থেকে ফোনে এক ব্যক্তি বলেন, ঐ ব্যক্তির দেওয়া অ্যাকাউন্ট নম্বরে পনের হাজার টাকা জমা দিলে ঐ মহিলা পঁচিশ লাখ টাকা ফেরৎ পাবেন। ফোনে একথা শোনার পর ঐ মহিলা তাঁর স্বামীকে সম্পূর্ণ ঘটনা জানান। এরপর ঐ মহিলা জটেশ্বরের ডালিমপুরে প্রথমে একটি সিএসপি থেকে টাকা জমা দেন অচেনা ঐ ব্যক্তির দেওয়া অ্যাকাউন্ট নম্বরে। পরে ঐ জালিয়াত আবার ফোন করে ঐ মহিলাকে টাকা জমা দিতে বলেন। জানা গিয়েছে, কাঁঠালবাড়ি গ্রামের হতদরিদ্র পরিবারের ঐ মহিলা অপর একটি সিএসপিতে নিজের ছেলেকে জিম্মাদার রেখে ঐ অচেনা ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠান। দুটি সিএসপি থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা জমা দেন।

এইদিন জটেশ্বরের ডালিমপুরে আকলিমা বেগম নামের ঐ মহিলার কাছে ঐ দুই সিএসপির মালিক ধারের টাকা ফেরৎ চাইতে আসেন। ঐ মহিলা টাকা ফেরৎ দিতে অসমর্থ বলে জানালে তার সঙ্গে বচসা হয় দুই সিএসপি মালিকের সঙ্গে। পরে ঐ মহিলার কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারেন এলাকার বাসিন্দারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও উপপ্রধান অমূল্য রায়ের উপস্থিতিতে সালিশি সভা করে ঐ মহিলা দুই সিএসপি মালিককে টাকা ফেরৎ দেবেন বলে জানান।

এইদিন ঐ মহিলা ও তার স্বামীকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। সে কথা মহিলার কাছ থেকে মোবাইল ফোন মারফৎ জানতে পারেন ঐ জালিয়াত। পরে ঐ জালিয়াত মহিলাকে মোবাইলে ভিডিও কল করে জানান, যদি মহিলা তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ভিডিও কল মারফৎ দেখাতে পারেন, তাহলে বিকেল পাঁচটার মধ্যে টাকা ফেরৎ পাবেন আকলিমা বেগম নামের ঐ মহিলা। এইদিন নিজের ভাঙাচোরা বাড়িতে বসে আকলিমা বেগম মোবাইলে টাকা ফেরৎ দেবার কথা জানিয়ে ঐ ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেন। আকলিমা বেগম বলেন, মোবাইলে ঐ জালিয়াত ভিডিও কল করে বলেন আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তাকে দেখাতে পারলে সে বিকেল পাঁচটার মধ্যে অ্যাকাউন্টে টাকা ফেরৎ দেবে। জালিয়াতের চক্করে পড়া ঐ পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ জমা হলে পুলিশ প্রয়োজনীয়তা ব্যবস্থা নেবে বলে ফালাকাটা থানা সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *