মোরগ দাদুর হাতে পদ্মশ্রী
নিউজ ডেস্ক শিলিগুড়ি:পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন উত্তরবঙ্গের মোরগ দাদু তথা বিখ্যাত সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায়। বুধবার দুপুরে এই সম্মান তিনি গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই সম্মান গ্রহণ করেন তিনি। আগামীকাল বাড়ি ফিরবেন বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া জেলা জুড়ে।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা মঙ্গলাকান্ত রায়। ছোট থেকেই সারিন্দাকে আগলে রেখে তার জীবন অতিবাহিত করে চলেছিল। তার সারিন্দায় জীবন তো হয়ে ওঠে পশু পাখির ডাক। আর তার এই প্রতিভা দেশের সর্বোচ্চ সম্মান পাইয়ে দিয়েছে। বয়সের ভারে ভারাক্রান্ত হলেও আজও তার সারিন্দা কথা বলে। ১০২ বছর বয়সী এই মঙ্গলাকান্ত বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন। বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরবেন বলে ফোন মারফত জানিয়েছেন।