ময়নাগুড়ির রাজারহাটে পেট্রোল পাম্পে ভেজাল তেল দেওয়ার অভিযোগ এনে উত্তেজনা

ময়নাগুড়ি, ২৬ ডিসেম্বর : ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকার একটি পেট্রোল পাম্পে ভেজাল পেট্রোল দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো শনিবার। এদিন স্থানীয় বাসিন্দারা ওই পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। উল্লেখ্য, গত শুক্রবার কয়েকজন আরোহী ওই পাম্প থেকে পেট্রল নেন। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পরেই গাড়ির আওয়াজ পরিবর্তন হয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ যে, পেট্রোল এর সঙ্গে কেরোসিন বা কেরোসিন জাতীয় কিছু জিনিস মেশানো রয়েছে। এর পরে স্থানীয়রা এসে ওই পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই পরিস্থিতিতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ আসার আগেই মূল বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

স্থানীয় এক বাসিন্দারের অভিযোগ তিনি ময়নাগুড়ির এই পেট্রোল পাম্প এ পেট্রোল ভরে নিয়ে যান গত রাতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাইকের আওয়াজ পরিবর্তন হয়ে যায়। বাইকের তেল খুললে লক্ষ্য করা যায় যে পেট্রোল এর সঙ্গে কেরোসিন বা কেরোসিন জাতীয় গন্ধ বের হচ্ছে। তেল বাইরে বের করেও উবে যাচ্ছিল না, এর থেকে প্রমাণিত হয় যে পেট্রোল এর সঙ্গে অন্য কিছু দ্রব্য মেশানো রয়েছে বলে অনুমান করেন তারা। যদিও অভিযোগকারীদের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় কোনো অভিযোগ জমা করা হয়নি। অন্যদিকে এই পুরো বিষয়টি অস্বীকার করেছেন পেট্রোল পাম্প মালিক। পেট্রোল পাম্প মালিক অশোক শর্মা বলেন, ” এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। কতিপয় কিছু মানুষ এই ঘটনা ঘটিয়ে আমাকে এবং আমাদের সংস্থার বদনাম করার চেষ্টা করছে। এই ঘটনায় অনেকেই পাম্পে থাকা গাড়িতে ভাঙচুর চালায়। আমি বিষয়টি আমাদের উচ্চ দফতরে জানিয়েছি। ঘটনার সাথে সাথে ময়নাগুড়ি থানায় জানিয়েছি। এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা করবো। যাতে পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়টি দেখেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *