যক্কা দিবস পালন
বৃহস্পতিবার বিশ্ব যক্ষা দিবস পালিত হল জলপাইগুড়ির জেলা যক্ষা কেন্দ্রে। এই উপলক্ষে জলপাইগুড়ি তে অবস্থিত রানী অশ্রুমতি দেবী হসপিটালের রোগীদের স্পেশাল টিফিন দেওয়া হয়। দিনটি জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্য দপ্তর গুলোতেও পালন করা হয়। বিকালে ইন্ডিয়ান মেডিকেল প্রাকটিশনার এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে গজলডোবা ইউৎ হোস্টেলে যক্ষা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাজ্যের যক্ষা রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ দাস এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার উপস্থিত ছিলেন।
জলপাইগুড়ি থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট হামার চ্যানেল