যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য জাবরামালিতে
মহাদেব প্রামাণিক, ময়নাগুড়ি: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য জাবরামালিতে । শুক্রবার ময়নাগুড়ির জাব্রামালি এলাকার গুটিচালি বাড়ি এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। এদিন সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম অমিত রায় তার বয়স আনুমানিক ৩০ বছর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেই জানা গেছে। তবে মৃতের কারণ খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।