যুব কংগ্রেসের স্মারকলিপি
সঞ্জয় হালদার,শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হল শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে। শিলিগুড়ি শহরে প্রতিদিন মশার বার বারন্ত বেড়েই চলেছে। তার পাশাপাশি শিলিগুড়ি পুরসভা এলাকার জঞ্জাল ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। এই সমস্যাগুলি ছাড়াও বেশ কিছু সমস্যা নিয়ে শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে।
শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভজিৎ চক্রবর্তী জানান যে, অনেকদিন হয়ে গেল শহরের জঞ্জালের পাশাপাশি হাইড্রেনগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার হচ্ছে না। সুভজিৎবাবু বলেন “এটাই নিয়ে আমাদের আন্দোলন কিন্তু সব থেকে বড় সমস্যা শহরে পানীয় জল ও মহানন্দা নদীকে বাঁচানো। এই বিষয় গুলো নিয়ে আমারা পরে আবার রাস্তায় নামবো। আমরা শৃঙ্খলভাবে কমিশনার সাহেবকে স্মারকলিপি দিয়েছি। সাহেব বলেছেন সমস্ত বিষয়টি যত্ন সহকারে দেখে সমাধান করা হবে।