রক্তদান কর্মসূচিতে একধাপ এগিয়ে এলেন জলপাইগুড়ি পুলিশ
রামপ্রসাদ মোদক রাজগঞ্জ ২৬ জুনঃ লকডাউন পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের হাসপাতাল গুলি ব্লাড ব্যাংকের করুন অবস্থা। এক কথায় রক্তাল্পতায় ভুগছে হাসপাতাল গুলি। রক্তের চাহিদা মেটাতে এবং মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দল রক্তদানে এগিয়ে এসেছে। একাজে পিছিয়ে নেই জলপাইগুড়ি জেলা পুলিশও। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার রাজগঞ্জ থানায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবিরে পুলিশ আধিকারিক পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা রক্ত দান করেন। এদিন ৫০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে এবং তা জলপাইগুড়ি সদর হাসপাতালে ব্লাড ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর সার্কেল সি আই দীপোজ্জ্বল ভৌমিক এবং রাজগঞ্জ থানার ওসি কেশাং লামা জানান মানুষের সুরক্ষার পাশাপাশি সামাজিক প্রয়োজনে পুলিশ সব সময় পাশে রয়েছে।