রক্তদান শিবিরের আয়োজন করল যুব তৃণমূল কংগ্রেস
উত্তম সিংহ, খড়ি বাড়ি: রক্তের সংকট মেটাতে এগিয়ে এল তৃণমূল যুব কংগ্রেস। রবিবার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিন্নাবাড়ির সোনাপিন্ডি এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা রক্তদান করেন। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্ণয় রায় খড়িবাড়ি তৃণমূল সভাপতি মুকুল রায় যুব সভাপতি কিশোরী মোহন সিংহ সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শীততাপ নিয়ন্ত্রীত বাসে এদিন রক্তদান প্রক্রিয়া চলছে। সংগ্রহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। নির্ণয় রায় জানান টিভি বা মিডিয়ায় নয় সাধারণ মানুষদের পাশে থেকে কাজ করার বার্তা দলনেত্রী দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করছি আমরা।