রক্তদান শিবির
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা,৬নভেম্বর:-ফালাকাটা ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে রবিবার স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করল ফালাকাটা ব্লকের শিমুলতলা তালুকের টারী ইয়ংস্টার ক্লাব। ফালাকাটা ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এদিন তাদের ক্লাব প্রাঙ্গন থেকে মোট২১ ইউনিট রক্ত সংগ্রহ করে করে,পাশাপাশি এদিন ১০তম বর্ষ ইয়ং স্টার ক্লাবের শ্যামা পূজা উপলক্ষে রাত্রিকালীন এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বলে ইয়ংস্টার ক্লাবের সভাপতি গৌতম দাস জানান।